![]() |
এখন একটু চিন্তা করে দেখুন কারা বাংলাদেশকে অবমূল্যায়ন করে। আর এই সৌম্য এবং তাসকিনইত ভারতকে নাকানি চুবানি দিল এত তাড়াতড়ি ভুলে গেল ! আর আজ পর্যন্ত এখও ভারত বাংলাদেশকে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলতে আমন্ত্রণ জানায়নি । অপরদিকে পাকিস্তানের ৩টা পূর্ণাঙ্গ সিরিজ আমরা বাতিল করেছি সেটা অবশ্য ঠিক আছে কারন বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান যাওয়া আরেক আত্নঘাতী সিদ্ধান্ত । তারপরেওত তারা আমন্ত্রণ জানিয়েছে । এখন সমলেচকরা বলতে পারেন পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এর কারনে এই আমন্ত্রণ তা কিন্তু মোটেও ঠিক না কারন ২০০৩ এ যখন বাংলাদেশ ক্রিক্রেটের করুন তখন কিন্তু বাংলাদেশ পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছিল । এখন আপনারাই চিন্তা করুন কে আমাদের ক্রিক্রেটের বন্ধু !
No comments:
Post a Comment