আপনি জানেন কি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়ের কোনটি ! অনেকেরই মনে
হতে পারে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় ৷ আদতে
কিন্তু তা নয়৷ কারণ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়টির অবস্থান
অস্ট্রেলিয়ায়
বলা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া যেমন একটি
ব্যয়বহুল দেশ, তেমনি সেখানকার বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচটাও অনেক বেশি৷ তারপরেই আছে সিঙ্গাপুর আর যুক্তরাষ্ট্র৷ আর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে কম
ব্যয়বহুল দেশ ভারত৷ কারণ সেখানকার জীবনযাপনের ব্যয় তুলনামূলকভাবে অনেক কম৷এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ১৫ দেশের উপর ভিত্তি করে৷ গবেষণাটি পরিচালনা করেছে ব্যাংকিং জায়ান্ট এইচএসবিসি ব্যাংক কর্তৃপক্ষ৷ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে অস্ট্রেলিয়ায় এক বছরে এক শিক্ষার্থীর পড়ালেখা ও থাকা খাওয়া বাবদ খরচ হয় প্রায় ৪২,০০০ মার্কিন ডলার৷ সিঙ্গাপুরে এর চেয়ে ৩ হাজার মার্কিন ডলার কম ৷ অন্যদিকে যদিি ভারতে পড়তে তাহলে একজন শিক্ষার্থীর খরচ হয় বছরে ৬ হাজার মার্কিন ডলার৷
অস্ট্রেলিয়ার পরেই আছে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র আর জার্মানি ।
যদিিও ব্যয়ের দিক থেকে যুক্তরাষ্ট্র অবস্থান তৃতীয় তা
রপরেও, গবেষণার প্রতিবেদনটি বলছে শিক্ষা প্রদানের মান যুক্তরাষ্ট্রেই সবচেয়ে ভালো৷ শিক্ষার মানের দিক দিয়ে দ্বিতীয় অবস্থান ব্রিটেনের, তৃতীয় অবস্থানে জার্মানি এবং চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া৷
এইচএসবিসি-র সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সিমন উইলিয়ামস বলেন, সন্তানকে বিদেশে পড়তে পাঠানোর পেছনে বড় একটা খরচ দিতে হয় অভিভাবকদের৷ কেননা বেশিরভাগ শিক্ষার্থীই বৃত্তি না নিয়ে, অর্থাৎ প্রাইভেটে পড়ালেখা করেন৷ ফলে পড়ালেখাসহ থাকা খাওয়ার সব খরচটাই বহন করতে হয় অভিভাবককে৷
প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ৫,০০০ শিক্ষার্থীর বাবা-মাকে প্রশ্ন করে৷ এঁদের মধ্যে ৮৯ ভাগ তাঁদের সন্তানকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াতে চান এবং ৭৪ ভাগ চান তাঁদের সন্তানকে বিদেশে পড়াতে৷ তাঁরা এটাও জানান যে, সন্তানের শিক্ষার জন্য তাঁরা তাঁদের আয়ের একটা বড় অংশ সঞ্চয় করেন৷
No comments:
Post a Comment